ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আমি জড়িত কি না, আল্লাহ ভালো জানেন : বাবর

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমি জড়িত কি না, আল্লাহ ভালো জানেন : বাবর

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও প্রাক্তন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার পর তার প্রতিক্রিয়ায় আদালতে লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন, ওই ঘটনার সাথে আমি জড়িত না। হামলায় যারা নিহত ও আহত হয়েছেন তারা বিচার পাওয়ার হকদার। এই ঘৃণ্য অপরাধ যারা করেছে তাদের যেন শাস্তি হয়। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করি ও তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের নাম না বলায় আমাকে রাজনৈতিকভাবে এ মামলায় মিথ্যাভাবে জড়ানো হয়েছে। আমি ওই ঘটনার সাথে জড়িত কি না, আল্লাহ ভালো জানেন।’

যখন তাকে গাড়িতে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি বলতে থাকেন, ‘আল্লাহর গজব নাজিল হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়