ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মজুরি পুনঃবিবেচনার দাবিতে প্রতীকী অনশন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মজুরি পুনঃবিবেচনার দাবিতে প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক : ঘোষিত মজুরি পুন:বিবেচনা ও বৃদ্ধি, মুল মজুরি ৭০ শতাংশ করা, বছরে ১০ শতাংশ হারে মজুরি বৃদ্ধি এবং সব গ্রেডের শ্রমিকদের যুক্তিসঙ্গত ও আনুপাতিক হারে মজুরি বৃদ্ধির দাবিতে প্রতীকী অনশন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ফেডারেশনের সভাপতি আমিরুল হক্ আমিন সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন, তুরস্কে গার্মেন্টস শ্রমিকদের মজুরি ৫১৭ ডলার, শ্রীলংকায় ১৯৭ ডলার, চীনে ১৬৫ ডলার, ভিয়েতনামে ১১৬ ডলার, পাকিস্তানে ১১৯ ডলার। বাংলাদেশে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ১৭ হাজার টাকা। সরকারি ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা, বেসরকারি খাতে ট্যানারি শ্রমিকদের ১২ হাজার ৮শ টাকা এবং জাহাজ ভাঙ্গা শ্রমিকদের ১৬ হাজার টাকা। কিন্তু দেশের সব চাইতে বড়  এবং লাভজনক শিল্প গার্মেন্টস খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে ৮ হাজার টাকা। এটা অত্যন্ত অপ্রতুল ও অগ্রহণযোগ্য। তাই অবিলম্বে ঘোষিত এ মজুরি পুন:বিবেচনা এবং বৃদ্ধি করার দাবি জানান তারা।

বক্তারা গত মজুরি বোর্ডের ন্যায় শ্রমিকদের বাৎসরিক মজুরি  ৫ শতাংশ বৃদ্ধি না করে দ্রব্যমূল্য, বাড়িভাড়া, মুদ্রাস্ফীতি ইত্যাদির কথা বিবেচনা করে ১০ শতাংশ হারে বৃদ্ধির দাবি জানান।




রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৮/মামুন খান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়