ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেশে ৩ কোটি মানুষ দরিদ্র : অর্থমন্ত্রী

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৬, ২১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ৩ কোটি মানুষ দরিদ্র  : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছে,  আমরা প্রতিবছর দুই শতাংশ হারে দরিদ্র কমাতে এখনো সক্ষম হইনি। এর কারণে বর্তমানে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ৩ কোটি। এর মধ্যে ১ কোটি হচ্ছে হতদরিদ্র।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন ২০১৮' অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

অর্থমন্ত্রী বলেন, আমাদের বর্তমান সরকারের টার্গেট হচ্ছে আগামী ১০ বছরের মধ্যে দেশে কোনো দরিদ্র থাকবে না। তবে এমন নয় যে একেবারে দরিদ্র শেষ হয়ে যাবে। দেশের বিভিন্ন স্থানে কিছুটা হলেও দরিদ্র থাকে।

তিনি বলেন, দরিদ্র কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। তাই আমাদের কাজ হচ্ছে সেই কার্জক্রমগুলো যথাযথভাবে করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফ সভাপতি খলীকুজ্জমান আহমদ, পিকেএসএফ সদস্য এবং সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের নাজনীন সুলতানা প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়