ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

প্রাথমিক শিক্ষা পদক : রাজ্জাক দুই বিভাগের শ্রেষ্ঠ সভাপতি

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাথমিক শিক্ষা পদক : রাজ্জাক দুই বিভাগের শ্রেষ্ঠ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রতিযোগিতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন এম এ রাজ্জাক।

তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বড় ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

সোমবার দিনব্যাপী ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বলে  প্রাথমিক শিক্ষা  অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক ও যাচাই বাছাই  কমিটির সদস্য সচিব ইন্দু ভূষণ দেব নিশ্চিত করেছেন। কমিটির সভাপতি ছিলেন ঢাকা বিভাগী কমিশনার কে এম আলী আজম।

প্রতিযোগিতায় মোট ১৯টি ক্যাটাগরিতে ১৯ জনকে নির্বাচিত করা হয়। এদের মধ্যে এম এ রাজ্জাক দুই বিভাগের বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিদের মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন।

আব্দুর রাজ্জাক একটি অনলাইন সংবাদমাধ্যম এবং বেসরকারি টিভি চ্যানেলের টাঙ্গাইল জেলা প্রতিনিধি। তিনি ২০১৬ সালের অগাস্টে বড় ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালে এম এ রাজ্জাক উপজেলা ও জেলা উভয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন।



রাইজিংবিডি/টাঙ্গাইল/২৩ অক্টোবর ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়