ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

চাইনিজ তাইপের কাছেও হারল বাংলাদেশের মেয়েরা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ২৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাইনিজ তাইপের কাছেও হারল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক : তাজিকিস্তানে চলমান এএফসি অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৭ গোল হজম করে বাংলাদেশের মেয়েরা। সুযোগ ছিল চাইনিজ তাইপেকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার।

কিন্তু সেই সুযোগটিও কাজে লাগাতে পারল না মৌসুমী-মারিয়া মান্ডারা। আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা হার মেনেছে ২-০ ব্যবধানে। এই হারের ফলে বাছাইপর্ব থেকেই বাংলাদেশের বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। রোববার শেষ ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

শনিবার চাইনিজ তাইপে প্রথমার্ধে বাংলাদেশের জালে একবার বল জড়ায়। ৪৪ মিনিটে তাইপের লিন শিন ‍হুই গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে ভর করে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতির পর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তাইপে। এ সময় তাইপের ফরোয়ার্ড চেন সিউ ওয়েন গোল করেন। বাকি সময়ে চাইনিজ তাইপে যেমন গোল ব্যবধান বাড়াতে পারেনি, তেমনি বাংলাদেশও পারেনি গোল ব্যবধান কমাতে।

বাছাইপর্বের ছয় গ্রুপের ছয় গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা দুই রানার্স-আপ দলও সুযোগ পাবে পরের রাউন্ডে যাওয়ার।



রাইজিংবিডি/ঢাকা/২৬ অক্টোবর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়