ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটন বিচ ফুটবল টুর্নামেন্ট আগামী সপ্তাহে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন বিচ ফুটবল টুর্নামেন্ট আগামী সপ্তাহে

ক্রীড়া প্রতিবেদক : পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে ক্রীড়বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন বিচ ফুটবল টুর্নামেন্ট-২০১৮’। এই প্রতিযোগিতায় যথারীতি স্থানীয় আটটি পুরুষ দল অংশ নিবে।

প্রতিযোগিতার বিষয়ে জানতে চাইলে আয়োজক কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু বলেন, ‘যথারীতি ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তম ওয়ালটন বিচ ফুটবল টুর্নামেন্ট। আগের মতোই এবারও আটটি দল অংশ নিবে। ওয়ালটন আগেও আমাদের সঙ্গে ছিল, এবারও আছে। সে জন্য তাদের ধন্যবাদ জানাই।’

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ফুটবল বিষয়ক সম্পাদক এ.কে.এম রাশেদ হোছাইন নান্নু প্রতিযোগিতার বিষয়ে বলেন, ‘ওয়ালটন বিচ ফুটবল টুর্নামেন্ট আগামী সপ্তাহে কক্সবাজারের লাবনী পয়েন্টে শুরু হবে। আগের মতো আটটি দল থাকলেও এবার আমরা কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করব। সেটা অবশ্য আয়োজনের দিক দিয়ে। এখন পর্যটন মৌসুম চলছে। আশা করছি এমন সময়ে দর্শকদের দারুণ একটি টুর্নামেন্ট উপহার দিতে পারব। অন্যান্যবারের মতো এবারও ওয়ালটন গ্রুপ আমাদের পাশে থাকায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ওয়ালটন গ্রুপ গেল কয়েক বছর ধরে স্পোর্টস ট্যুরিজমকে ডেভেলপ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে বিচ শরীরগঠন প্রতিযোগিতা, বিচ ফুটবল, বিচ টেনিস, বিচ কুস্তি, বিচ ভলিবল, বিচ মহিলা ফুটবল ও বিচ কাবাডিসহ প্রতি বছর বেশ কিছু প্রতিযোগিতা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আয়োজন করা হচ্ছে। সেটার ধারাবাহিকতা রক্ষা করে এবার পুরুষ বিচ ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। ২০১৪ সাল থেকে এই টুর্নামেন্টের সঙ্গে আছি আমরা। আশা করব স্থানীয় দলগুলোর অংশগ্রহণে জমজমাট একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।’

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়