ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সংবিধান অনুযায়ীই সুষ্ঠু নির্বাচন সম্ভব : নজরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংবিধান অনুযায়ীই সুষ্ঠু নির্বাচন সম্ভব : নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : বর্তমান সংবিধান অনুযায়ীই সুষ্ঠু নির্বাচন সম্ভব জানিয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন,সরকার সেই প্রক্রিয়াতে যেতে চায় না।

শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির এই নীতি নির্ধারক।

নজরুল ইসলাম খান বলেন,‘বর্তমান সংবিধান অনুযায়ীই সুষ্ঠু নির্বাচন সম্ভব, সেটিও তারা করতে চায় না। কারণ, সুষ্ঠু নির্বাচন দিলে সরকারের এমপিরা নিজ নিজ এলাকায় যেতে পারবেন না। অপকর্মের কারণে জনগণ তাদের প্রতিরোধ করবে।’

সরকার সংবিধান ও জনগণকে ভয় পায় মন্তব্য করে তিনি বলেন, ‘পরাজিত হবে বুঝতে পেরেই তারা সংসদ ভেঙে নির্বাচন দিতে রাজি হয়নি। তাদের জনগণের প্রতি আস্থা নেই।’

‘কাউন্সিলের ডাক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা।

নজরুল  বলেন, ‘খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে সরকার ইভিএমকে সামনে আনল। তারা রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারি করল। অথচ আরপিওতে কোনো ইভিএমের কথা ছিল না। বিশ্বের অনেক দেশ ইভিএম থেকে বেরিয়ে আসছে। কারণ, ইভিএমে একটিতে ভোট দিলে অন্যটিতে গণনা হয়।’

জাগপার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাগপা’র কেন্দ্রীয় সহ-সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, বেলায়েত হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাছ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৮/রেজা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়