ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলেটে সম্মাননা পেলেন সেরা ৩৫ করদাতা

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১২ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে সম্মাননা পেলেন সেরা ৩৫ করদাতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট : ২০১৭-১৮ করবর্ষে সিলেট অঞ্চলে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা করদাতার সম্মাননা পেয়েছেন ৩৫ জন। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে করকার্ড ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

নগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ট্যাক্সেস এন্ড এনফোর্সমেন্ট) মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন।

অনুষ্ঠানে সিলেট কর অঞ্চলের আওতাধীন চার জেলা এবং সিটি করপোরেশন এলাকায় দীর্ঘ সময় কর প্রদানকারী ১০ জন, সর্বোচ্চ কর প্রদানকারী ১৫ জন, সর্বোচ্চ নারী করদাতা ৫ জন এবং সর্বোচ্চ কর প্রদানকারী (৪০ বছরের নীচে) ৫ জন তরুণ করদাতাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম বলেন, ‘‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করায় মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তেমনি কর দিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করায় সর্বোচ্চ করদাতারা এ যুগে দেশের শ্রেষ্ঠ সন্তান।’’

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, কর বিভাগও এগিয়ে যাচ্ছে। গত ৩৩ বছরে দেশে কর সংগ্রহ বেড়েছে ২৬ গুণ।  ইটিআইএনধারী ২১ লাখ থেকে হয়েছে ৩৭ লাখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. সোহরাওয়ার্দী, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গোলাম মো. মুনির, সিলেট মেট্টোপলিটন চেম্বারের সভাপতি হাসিন আহমদ, সিলেট চেম্বার পরিচালক হিজকিল গুলজার, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট ডিস্ট্রিক্ট ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, উইমেন্স চেম্বার সভাপতি স্বর্ণলতা রায়।



রাইজিংবিডি/সিলেট/১২ নভেম্বর ২০১৮/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়