ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জঙ্গি অর্থায়ন : ৮ এনজিওকর্মী ফের তিন দিনের রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গি অর্থায়ন : ৮ এনজিওকর্মী ফের তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে রাজধানীর পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) আট কর্মীর ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. সাফওয়ানুর রহমান, সুলতান মাহমুদ, মো. নজরুল ইসলাম, মো. আবু তাহের, মো. ইলিয়াস মৃধা, মো. আশরাফুল আলম, হাসনাইন ও মো. কামরুল।

ছয় দিনের রিমান্ড শেষে শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আসামিদের আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিদের পক্ষে শামসুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে যেকোনো শর্তে জামিন চান।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ৯ নভেম্বর আসামিদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর রাতে পল্লবী থানার ডিওএইচএস এলাকার ৯ নং রোডের ‘স্মল কাইন্ডনেস বাংলাদেশ’ এনজিও অফিসে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এসআই আশরাফুল হক বাবু মামলাটি দায়ের করেন।



রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়