ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্যাকেজ নিয়ে অপারেটরদের সঙ্গে বসবে বিটিআরসি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৮ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্যাকেজ নিয়ে অপারেটরদের সঙ্গে বসবে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোনের বিভিন্ন প্যাকেজ নিয়ে অপারেটরদের সঙ্গে বসবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, কোনো প্যাকেজের মেয়াদ যাতে সাত দিনের কম না হয় সেজন্য এরইমধ্যে অপারেটরদের চিঠি পাঠানো হয়েছে। অপারেটরদের কাছ থেকে তথ্য নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

মোবাইল ফোন অপারেটরদের প্যাকেজ জানতে চাওয়ার পাশাপাশি আগামী ৯ ডিসেম্বর (রোববার) থেকে নতুন নির্দেশনা পালন করতে বলা হয়েছে বলেও জানান বিটিআরসির চেয়ারম্যান।

 

 

 

রাইজিংবিডি /ঢাকা/৮ ডিসেম্বর ২০১৮/ইয়ামিন/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়