ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

স্মৃতিসৌধে ১৩-১৫ ডিসেম্বর সর্বসাধারণের প্রবেশ বন্ধ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্মৃতিসৌধে ১৩-১৫ ডিসেম্বর সর্বসাধারণের প্রবেশ বন্ধ

সচিবালয় প্রতিবেদক : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

বুধবার এক সরকারি তথ্য বিবরণীর মাধ্যমে এ নির্দেশ জারি করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যেকোনো ধরনের তোরণ (ত্রিমাত্রিক অথবা বক্স আকারে তোরণ তৈরি করা যাবে না) পোস্টার, ব্যানার এবং ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে এবং রাস্তার দুইপাশে পর্যাপ্ত জায়গা পরিষ্কার রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বিজয় দিবসের দিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়েও সর্বসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়