ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রতিদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য দিতে নির্দেশ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২০, ১৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি জেলায় সহিংসতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিদিন তথ্য দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাতে দেশের সকল রিটার্নিং কর্মকর্তাকে প্রতিদিনের আচরণবিধি প্রতিপালনের তথ্য জানাতে চিঠি দেয় কমিশন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ওই চিঠিতে নির্বাচনে আচরণ বিধিমালা যথাযথ পরিপালন এবং আইনানুগ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির সম্পর্কে প্রতিদিন সকাল ১০টার মধ্যে তথ্য জানাতে বলা হয়েছে।

এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি উল্লেখ করতে বলা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়