ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফরিদপুরকে বিভাগে রূপান্তরের কাজ এগিয়ে চলছে : প্রধানমন্ত্রী

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ১৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুরকে বিভাগে রূপান্তরের কাজ এগিয়ে চলছে : প্রধানমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফরিদপুরকে বিভাগ করার কাজ এগিয়ে চলছে। কয়েকটি জেলা নিয়ে ফরিদপুরকে বিভাগে রূপান্তর করা হবে।

বৃহস্পতিবার দুপুরে জেলার কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে ফরিদপুর-৩ আসনের প্রার্থী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী সভায় তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, যে দেশ পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেই দেশ থেকে দুর্নীতি কমে গেছে।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। দেশের সকল মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। সব গ্রামকে শহরে রূপান্তর করা হবে। তিনি আগামীর বাংলাদেশের উন্নয়নের ধারা বহমান রাখতে নৌকায় ভোট চান।

পরে আওয়ামী লীগের সভানেত্রী রাজবাড়ীর গোয়ালন্দের পথসভার উদ্দেশে ফরিদপুর ত্যাগ করেন।

কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনও সেখানে বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ফরিদপুর/১৩ ডিসেম্বর ২০১৮/মনিরুল ইসলাম টিটো/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়