ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিমল রায় চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমল রায় চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাইজিংবিডি ডেস্ক : বিশিষ্ট ভাষা সৈনিক এবং যশোর জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি বিমল রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক অঙ্গনে প্রয়াত চৌধুরীর অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তার মৃত্যু দেশের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি করেছে।’

তিনি বলেন, বিমল রায় চৌধুরী এক মহান রাজনীতিক ছিলেন এবং তিনি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিমল রায় চৌধুরী পাবনা জেলার হেমায়েতপুরে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের একটি আশ্রম কেন্দ্রীয় সৎসঙ্গেরও সভাপতি ছিলেন।

প্রসঙ্গত, ভাষা আন্দোলনের সক্রিয় সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক বিমল রায় চৌধুরী শনিবার সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

তথ্যসূত্র : বাসস




রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়