ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি রিয়াল-আল আইন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৪, ২২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি রিয়াল-আল আইন

ক্রীড়া ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইন। আবুধাবির শেখ জায়েদ স্পোর্টস সিটিতে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি।

টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে টানা তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এবার তাদের সামনে ক্লাব বিশ্বকাপের টানা তৃতীয় শিরোপা জয়ের সুযোগ। সেমিফাইনালে গ্যারেথ বেলের হ্যাটট্রিকে জাপানিজ ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে এসেছে রিয়াল। অন্যদিকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে নাম লিখিয়েছে আল-আইন। আবুধাবির সবচেয়ে শক্তিশালী দল তারা। আর সংযুক্ত আরব আমিরাতের একমাত্র ক্লাব যারা ২০০৪ সালে এশিয়ার চ্যাম্পিয়নস লিগ জিতেছে। তাইতো ক্লাবটি এবার স্বপ্ন দেখছে আমিরাতের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য অর্জন করে ইতিহাস রচনা করার। যদিও তারা জানে যে রিয়াল মাদ্রিদ ফেবারিট হিসেবেই মাঠে নামবে।

ফাইনালকে সামনে রেখে আল-আইনের কোচ জোরান মামিচ বলেছেন, ‘ফাইনালে আমরা আসলে মার্সিডিজের সামনে একটি স্মার্ট গাড়ীর মতো। তবে কখনো কখনো স্মার্ট গাড়ী মার্সিডিজকেও হারিয়ে দিতে পারে। রিয়াল মাদ্রিদের দলগত শক্তি-সামর্থ অনেক। এমনকী তাদের একজন খেলোয়াড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। পার্থক্য গড়ে দিতে পারে। সেটা রক্ষণভাগের সার্জিও রামোস, দানি কারবাহাল, মার্সেলো, রাফায়েল ভারানে যে-কেউ হতে পারে। সুতরাং আমরা কেবল আক্রমণ রুখে দেওয়াতেই মনোযোগ দিচ্ছি। তবে দলগতভাবে ভালো খেলার পরিকল্পনা করছি।’

তবে মামিচ মনে করছেন তার দল আবুধাবির আরেক ক্লাব আল জাজিরার চেয়ে ভালো খেলবে। গেল বছর আল জাজিরা ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিয়েছিল রিয়ালকে। শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলে রক্ষা পায় রিয়াল। ওঠে ফাইনালে। মামিচ বলেন, ‘আমরা আল জাজিরার পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা পাচ্ছি। রিয়ালের বিপক্ষে সেমিফাইনালে তারা দশ-দশটি গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। অবশেষে আল জাজিরা একটি সুযোগ কাজে লাগিয়েছিল এবং রিয়ালের কঠিন পরীক্ষা নিয়েছিল। যদিও রোনালদো ও বেল রিয়ালকে রক্ষা করেছিল।’

এদিকে রিয়ালের কোচ সান্তিয়াগো সোলারি ২০০২ সালে খেলোয়াড় হিসেবে লস ব্লাঙ্কোসদের হয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতেছিলেন। তিনি অবশ্য প্রতিপক্ষকে কোনোভাবেই খাটো করে দেখতে রাজি নন। কারণ, আল-আইন রিভার প্লেটের মতো দলকে হারিয়ে ফাইনালে এসেছে। ফাইনালকে সামনে রেখে সোলারি বলেন, ‘আপনার সবাই প্রত্যাশা করেছিলেন রিভার প্লেট জিতবে। তবে সেটা হয়নি। আবার আমরা আগের বছরগুলোতে ঘটে যাওয়া বিস্ময়কর ফল নিয়েও কথা বলতে চাই না। টানা তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতাটা আমাদের জন্য হবে ব্যতিক্রধর্মী কিছু। খেলোয়াড়দের জন্য সেটা হবে বড় অর্জন। এটা তাদের জন্য অভূতপূর্ব ও বিরাট সুযোগ।’

এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও আল-আইন। শক্তিমত্তায় রিয়ালের চেয়ে পিছিয়ে থাকলেও দলটির সুইডিশ তারকা মার্কাস বার্গ, ব্রাজিলিয়ান কাইয়ো ও মিশরের হুসেন এল শাহাদ রিয়ালের পরীক্ষা নিতে প্রস্তুত। তাদের সঙ্গে আছেন জাপানের সুকাসা শিওতানি, ৩৫ বছর বয়সী অধিনায়ক ইসমাইল আহমেদ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওন্ডারার্সের মিডফিল্ডার টোঙ্গো ডোম্বিয়া।




রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়