ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জয়ে শিরোপা পুনরুদ্ধার করতে চায় ওয়ালটন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ২৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ে শিরোপা পুনরুদ্ধার করতে চায় ওয়ালটন

ছবি: মিলটন আহমেদ

ক্রীড়া প্রতিবেদক : বিসিএলের দুইবারের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন আরেকটি শিরোপার জয়ের দ্বারপ্রান্তে।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরে শিরোপার হাতছানি ওয়ালটন সেন্ট্রাল জোনের। পাঁচ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ওয়ালটন। শেষ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ইসলামী ব্যাংক ইষ্ট জোন। দুই দলের শেষ ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অপর ম্যাচে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক সাউথ জোন ও বিসিবি নর্থ জোন।

পয়েন্ট টেবিলে ওয়ালটন শীর্ষে থাকলেও বাকি তিন দল খুব পিছিয়ে নেই। ওয়ালটনের পয়েন্ট ২১.৮৭। দুইয়ে থাকা প্রাইম ব্যাংকের সংগ্রহ ২০.৬৩। ১৭.৮৯ পয়েন্ট নিয়ে ইসলামী ব্যাংক রয়েছে তিনে এবং .২১ ভগ্নাংশ পয়েন্টে পিছিয়ে বিসিবি নর্থ জোন।

ছবি: মিলটন আহমেদ

পয়েন্ট টেবিল অনুযায়ী চার দলেরই সুযোগ আছে শিরোপা জয়ের। তাইতো শেষ রাউন্ডের ম্যাচটি হতে যাচ্ছে তুমুল উত্তেজনাপূর্ণ। তবে শীর্ষে থাকা ওয়ালটন শেষ রাউন্ডে জিতে গেলে অপর ম্যাচের ফলাফল কোনো কাজে আসবে না।

জয় দিয়েই শিরোপার উৎসব করতে চায় ওয়ালটন। দলের ম্যানেজার মিলটন আহমেদ আহমেদ শিরোপা জয়ে আত্মবিশ্বাসী,‘আমরা টপ অব দ্য টেবিলে রয়েছি। যদিও পয়েন্টের ব্যবধান খুব বেশি নেই তবুও পাঁচ রাউন্ডে আমরাই শীর্ষে ছিলাম। এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। দলটা বেশ ভালো অবস্থায় রয়েছে। শেষ রাউন্ডে ছেলেরা ভালো খেলতে মুখিয়ে। যদি শেষটা ভালো করি আমরাই শিরোপা জিতব।’

বিসিএলের প্রথম এবং চতুর্থ আসরে শিরোপা জিতেছিল ওয়ালটন। দুই আসর পর এবার শিরোপা পুনরুদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ দলটি। রোববার দুপুরে সিলেটে পা রেখে সরাসরি স্টেডিয়ামে ঢুকে ওয়ালটন শিবির। দুপুর আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত কঠোর অনুশীলন করে ক্রিকেটাররা। শেষ রাউন্ডে অংশ নিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-টোয়েন্টি খেলা পেসার আবু হায়দার রনি।

ছবি: মিলটন আহমেদ

ষষ্ঠ রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের স্কোয়াড: মোসাদ্দেক হোসেন সৈকত, তাইবুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মার্শাল আইয়ুব, আরাফাত সানী, আব্দুল মজিদ, শহীদুল ইসলাম, জাবিদ হোসেন, সাইফ হাসান, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত, পিনাক ঘোষ, রবিউল হক, মোহাম্মদ শরীফউল্লাহ ও তাসকিন আহমেদ।



রাইজিংবিডি/ঢাকা/২৩ ডিসেম্বর ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়