ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সন্ত্রাস মাদকমুক্ত বাগেরহাট গড়ার অঙ্গীকার শেখ তন্ময়ের

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্ত্রাস মাদকমুক্ত বাগেরহাট গড়ার অঙ্গীকার শেখ তন্ময়ের

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ‘‘সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত বাগেরহাট গড়তে নৌকায় ভোট দিন। আমার রক্তের আত্মীয় বা দলের কেউ হলেও তাকে ছাড় দেওয়া হবে না। আমাকে বিশ্বাস করুন, আমার প্রতি আস্থা রাখুন, আপনারা ঠকবেন না।’’

বুধবার বিকেলে কচুয়া উপজেলার বাধাল বাজার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভোটাদের আশ্বস্ত করে শেখ তন্ময় বলেন, ‘‘আপনাদের ভালোবাসা আমার বড় পাওয়া। আমার বয়স মাত্র ৩৩ বছর। আমি এখানে নেতৃত্ব দিতে আসিনি, আপনাদের সেবা করতে এসেছি। তাই আপনাদের কাছে একটাই চাওয়া আমাকে সেবা করার, সঙ্গে থাকার সুযোগ দিন। আমার বিশ্বাস, আপনারা নৌকায় ভোট দেবেন। আপনারা কথা রক্ষা করবেন, আমি নির্বাচিত হলে আমার কথা রক্ষা করবো।’’

বাধাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোতোয়াল ইলিয়াস আহম্মেদের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ পরশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সহ-সভাপতি আবদুর রহমান তুহিন প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুসি, জাতীয় ক্রিকেট দলের সদস্য রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বাগেরহাট-২ (বাগেরহাট-কচুয়া) আসনের নির্বাচনী জনসভা ও পথসভায় তন্ময় যখন এসব ওয়াদা করেন, তখন ভোটারা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে সমর্থন জানিয়েছে। জনসভা-পথসভাসহ ভোটারদের কাছে সরাসরি মোবাইল ফোন ও ক্ষুদেবার্তায় ভোট চাইছেন তিনি।



রাইজিংবিডি/বাগেরহাট/২৬ ডিসেম্বর ২০১৮/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়