ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সংসদ নির্বাচন ঘিরে গুজব : ৮ জন কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৩১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংসদ নির্বাচন ঘিরে গুজব : ৮ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে গুজব ছড়ানোর মামলায় আট আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে রোববার আসামিদের কারাগারে পাঠিয়ে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন আব্দুল্লাহ আল নোমান, মোরশেদুল ইসলাম, মো. মাহামুদুল হাসান, সাইফুল ইসলাম মিঠু, আব্দুল কাদের, দিদারুল ইসলাম, মো. আরিফুল রহমান ও মো. মোতাহার হোসেন তুহিন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. ফারুক খান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

গত ২৮ ডিসেম্বর হাতিরঝিল থানাধীন মগবাজার দিলু রোডে একটি বাসায় আসামিরা একত্রিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাত পৌনে ৯টার দিকে তাদেরকে গ্রেপ্তার করে। সহযোগী আসামিরা পলাতক রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৮/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়