ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশির লাশ

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশির লাশ

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৩টার দিকে গেদুড়া ইউনিয়নের ডাবরী সীমান্তের নাগর নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নিজারুল ইসলাম (৩৫) উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত মেদনিসাগর গ্রামের আলী হোসেনের ছেলে।

হরিপুর থানার ওসি মোহাম্মদ আমিরুজ্জামান জানান, গেদুড়া ইউনিয়নের ডাবরী সীমান্তের নাগর নদীর তীর থেকে লাশ উদ্ধারর করার কথা স্বীকার করেছেন। লাশের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।

গেদুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন,‘নিজারুল ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কারও সঙ্গে হয়ত ভারতে গরু আনার জন্য গিয়েছিল সে। শুনেছি ভারতের বিএসএফ সদস্যরা তাকে হত্যা করে লাশ বাংলাদেশের ভেতরে ফেলে রেখে গেছে।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, নিজারুল বিএসএফের হাতে নিহত হয়েছে কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না।  এটি নিজেদের মধ্যে মারামারির কারণে ঘটতে পারে অথবা কেউ হত্যা করে সীমান্ত এলাকায় লাশ ফেলে রাখতে পারে। বিজিবি ঘটনাটি তদন্ত করছে বলে তিনি জানান।

 

 

 

রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১ জানুয়ারি ২০১৯/তানভীর হাসান তানু/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়