ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজনীতির মাঠ থেকে মিরপুর মাঠে মাশরাফি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজনীতির মাঠ থেকে মিরপুর মাঠে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : জায়গাটা খুব পরিচিত তার। একাডেমি মাঠের গেটের সামনে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। কিছু মনে করার চেষ্টা করলেন বা স্মৃতিতে আটকে গেলেন। ফিরে গিয়ে ঢুকলেন জিমে। এরপর সেখানে ঘাম ঝরালেন ঘন্টাখানেক।

বলছিলাম মাশরাফি বিন মুর্তজার কথা। রাজনীতির মাঠ থেকে জননেতা আজ ফিরেছেন মিরপুর মাঠে। ব্যস্ত সময় পার করছেন মাশরাফি। কিছুদিন আগেই নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২৩ ডিসেম্বর রাজনীতির মাঠে ‘অভিষেক’ হয় বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। রাত-দিন নড়াইলে নির্বাচনী প্রচারণা করেছেন। সেই পুরস্কার পেয়েছেন ৩০ তারিখের ভোটে। ২ লাখ ৭১ হাজার ২ শত ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাশরাফি। রাজনীতির মাঠে নিজের শুরুর কাজটুকু সেরে মাশরাফি আবার মিরপুর মাঠে।

গতকাল নড়াইল থেকে ঢাকায় ফিরেছেন মাশরাফি। আজ সকালে গিয়েছিলেন গণভবনে। সেখান থেকে সোজা মিরপুর শের-ই-বাংলায়। মিরপুরে এখন বিপিএলের কলরব। আজ থেকে মাঠে অনুশীলনে ফিরেছেন মাশরাফি।

বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের সবথেকে সফল অধিনায়ক মাশরাফি। গতবার মাশরাফির হাতেই উঠে শিরোপা। ৫ জানুয়ারি থেকে শুরু বিপিএলকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো অনুশীলন করছে একাডেমি মাঠে।



আজ মাঠে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর। অনুশীলনের প্রথম দিনই হাজির মাশরাফি। আজ অবশ্য বোলিং করেননি নড়াইল এক্সপ্রেস। জিমে ঘন্টাখানেক সময় দেওয়ার পর দীর্ঘক্ষণ গণমাধ্যমকর্মীদের সঙ্গে আড্ডা দিয়েছেন।

রংপুর পুরোদমে অনুশীলন শুরু করবে আগামীকাল থেকে। মাশরাফিরও নতুন মিশন শুরু হবে। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে খেলার পর বল হাতে নেওয়া হয়নি বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। বিপিএলের উদ্বোধনী ম্যাচের আগে শেষ সময়টুকু পুরোদমে কাজে লাগাতে চান মাশরাফি।

বিপিএলের পাঁচ আসরের চারটিই শিরোপা উঠেছে মাশরাফির হাতে। রাজনীতির মাঠে নবনির্বাচিত ‘এমপি’ মাঠে প্রথম অ্যাসাইনমেন্টে কেমন করেন সেটাই দেখার।



রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৯/ইয়াসিন/আমিনুল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়