ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিরাজের নতুন অধ্যায়

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরাজের নতুন অধ্যায়

ক্রীড়া প্রতিবেদক : কালো ট্রাউজার আর বেগুনি-কালো মিশ্রণের জার্সিতে চকচক করছিলেন মেহেদী হাসান মিরাজ। মুখে ওই অমলিন হাসি। টাইগার স্পিন অলরাউন্ডারের গায়ে রাজশাহী কিংসের জার্সি।

পরশু থেকে শুরু হতে যাওয়া বিপিএলে নতুন ভূমিকায় মিরাজ। এবার শুধু বোলিং, ব্যাটিং আর ফিল্ডিং করলেই হবে না। মিরাজ রাজশাহী কিংসে নতুন ভূমিকায়। তার নেতৃত্বেই এবার বিপিএল রাঙাবে রাজশাহী। এমন ভরসা থেকেই টিম ম্যানেজম্যান্ট দায়িত্ব তুলে দিয়েছে ‘পুচকে’ মিরাজের কাঁধে।



টিম ম্যানেজম্যান্টের প্রত্যাশা পূরণে আত্মবিশ্বাসী রাজশাহীর নতুন অধিনায়ক,‘এটি আমার জন্য অনেক বড় একটি সুযোগ। এমন বড় টুর্নামেন্টে আমার এর আগে কখনো অধিনায়কত্ব করা হয়নি। আমি অনূর্ধ্ব- ১৯ দলের হয়ে অধিনায়কত্ব করেছি, দেশের জন্য। সেখানে বয়স কিন্তু সীমিত থাকে। তবে এখানে কিন্তু অনেক ধরণের অভিজ্ঞ ক্রিকেটার থাকে। বিভিন্ন দেশের ক্রিকেটার এবং বাংলাদেশিরা থাকে। এটি অনেক বড় একটি টুর্নামেন্ট। আমার কাছে মনে হয় এটি অনেক বড় অভিজ্ঞতা আমার জন্য। আমার জন্য একটি ভালো সুযোগ এটি। চেষ্টা করবো আমার শতভাগ দেয়ার জন্য। আমার বিগত যে অভিজ্ঞতা আছে অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপে, এরপর বয়সভিত্তিক লেভেলে যে অধিনায়কত্ব করেছি সেই অভিজ্ঞতা আমার কাজে লাগবে আশা করি।’

প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়কত্ব করতে যাচ্ছেন মিরাজ। এর আগে অনুর্ধ্ব-১৯ এবং বাংলাদেশ ‘এ’ দলের দায়িত্ব পালন করেছেন। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান মিরাজ। তবে অধিনায়কত্বকে চ্যালেঞ্জ হিসেবে না নিয়ে উপভোগের মন্ত্র তার, ‘আমি যখনই অধিনায়কত্ব করেছি তা উপভোগ করতাম এবং ভালো অনুভব করতাম। আপনারা দেখেছেন অনূর্ধ্ব ১৯ দলেও আমি অধিনায়কত্ব করেছি। এটি আমার কাজে দিবে। অবশ্যই এটা আমার জন্য ভালো। এটি আসলে চাপ না।’



মিরাজের প্রাথমিক লক্ষ্য দ্বিতীয় রাউন্ড। এরপর ধাপে ধাপে এগিয়ে যেতে চান,‘সবার স্বপ্ন থাকে ফাইনালে যাওয়ার।  আমাদের প্রথম স্টেপটি হলো দ্বিতীয় রাউন্ডে ওঠা। আমাদের লক্ষ্য থাকবে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করা। আর দ্বিতীয় রাউন্ডে যদি আল্লাহর অশেষ রহমতে কোয়ালিফাই করতে পারি তাহলে আমি মনে করি ইনশাল্লাহ আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারবো।’

রাজশাহীর কোচ হিসেবে এবার দায়িত্ব গ্রহণ করেছেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। মিরাজের বসয়ভিত্তিক দলের কোচ মিজানুর রহমান বাবুলও আছেন এ দলে। রাজশাহীর অধিনায়কের বিশ্বাস সবার সম্মিলিত সিদ্ধান্তে অনেকদূর যাবে পদ্মাপাড়ের দলটি।



বিপিএলের চতুর্থ আসরে ফাইনাল খেলা দলটি পরের আসরে নিজেদের হারিয়ে খুঁজেছে। এবার মিরাজের নতুন অধ্যায়ে রাজশাহী শিরোপার খাতা খুলতে পারে কিনা সেটাই দেখার। বৃহস্পতিবার রাজশাহী জার্সি উন্মোচন করেছে রাজধানীর হাতিরঝিলে।



রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়