ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিশরে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে পুলিশ নিহত

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৫, ৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিশরে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে একটি কপটিক খ্রিষ্টান চার্চে লুকিয়ে রাখা বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। বোমাটি বিস্ফোরণে আহত হয়েছেন আরো দুই পুলিশ সদস্য এবং এক প্রত্যক্ষদর্শী। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মুস্তফা আবিদ নামের নিহত ওই পুলিশ কর্মকর্তা খনি পরিষ্কারে বিশেষজ্ঞ ছিলেন বলে জানা গেছে।

দেশটির রাজধানী কায়রোর নাসর শহরে একটি চার্চের ছাদে একটি ব্যাগে লুকিয়ে রাখা দুটি বোমার একটি বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

কপটিক খ্রিষ্টানরা জানুয়ারির ৭ তারিখে তাদের ক্রিসমাস উৎসব উদযাপন করে থাকেন। এর ঠিক দুই দিন আগে শনিবার বোমাটি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

মিশরের জনগণের ১০ শতাংশ কপটিক খ্রিষ্টান। তাদের অধিকাংশের অভিযোগ, রাষ্ট্র তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে থাকে এবং তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয় না।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়