ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বিগ বস’ গেইলকে এগিয়ে রাখছেন মারুফ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিগ বস’ গেইলকে এগিয়ে রাখছেন মারুফ

ক্রীড়া প্রতিবেদক : প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও সহ-অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দুজনের প্রথম ম্যাচটাই হয়েছে আবার মুখোমুখি লড়াই দিয়ে। এবার আরেকটি লড়াই দেখবে ক্রিকেটপ্রেমীরা। লড়াইটা স্মিথ ও ক্রিস গেইলের।

সময়মতো অনাপত্তিপত্র না আসায় গেইলকে নিজেদের প্রথম দুই ম্যাচে খেলাতে পারেনি রংপুর রাইডার্স। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গেইলের মাঠে নামা নিশ্চিত। কুমিল্লা স্মিথের অধীনে প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ওয়ার্নারের সিলেট সিক্সার্সের বিপক্ষে। এবার রংপুর-কুমিল্লার ম্যাচে কে এগিয়ে থাকবেন, গেইল না স্মিথ?

ম্যাচের আগের দিন রংপুরের ওপেনার ব্যাটসম্যান মেহেদী মারুফ অবশ্য তার সতীর্থকেই এগিয়ে রাখলেন, ‘গেইল বাংলাদেশে অনেক বছর ধরে খেলে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। স্মিথের বোধহয় প্রথম বিপিএল। এমনকি বাংলাদেশে অস্ট্রেলিয়া সিরিজ ছাড়া কোনো খেলা খেলতে আসেনি। সুতরাং সুবিধা থাকবে গেইলের জন্যই। ওর এখানকার বোলারদের সবাইকেই জানা। আমি বিগ বসকে এগিয়ে রাখব।’

হার দিয়ে বিপিএল শুরুর পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে রংপুর। এবার কুমিল্লার বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা জানালেন মারুফ, ‘প্রথম ম্যাচ থেকে গুছিয়ে উঠার সময় লাগে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা দ্বিতীয় ম্যাচে গুছিয়ে উঠতে পেরেছি। আসলে প্রতিটা দল নিয়েই আগে থেকে পরিকল্পনা শুরু হয়। আমাদের নির্দিষ্ট করে কুমিল্লাকে নিয়েই পরিকল্পনা এখন। ওদের শক্তি, দুর্বলতা।’

‘আমরা শেষ ম্যাচ জেতাতে সবাই ফুরফুরে মেজাজে আছি। আমাদের সবার আত্মবিশ্বাস ভালো। ব্যাটিং-বোলিং দুইটাতেই ভালো হয়েছে। এখন আমরা কুমিল্লার শক্তি, দুর্বলতা নিয়ে দেখছি। আমরা একটা একটা করে ম্যাচ নিয়ে অগ্রসর হচ্ছি।’




রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়