ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়ার্নারের থেকে ‘পাওয়ার প্লে ব্যাটিং’ শিখবেন আফিফ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ার্নারের থেকে ‘পাওয়ার প্লে ব্যাটিং’ শিখবেন আফিফ

ক্রীড়া প্রতিবেদক : আক্রমণাত্মক ব্যাটিং বেশ পছন্দ করেন আফিফ হোসেন। উইকেটের চারপাশে শট খেলতে দারুণ পারদর্শী ।

বয়সভিত্তিক দলে পারফরম্যান্সে দ্যুতি ছড়ানো এ ক্রিকেটার এখন বড় পর্যায়ে খেলার অপেক্ষায়। এরই মধ্যে জাতীয় দলে খেলেছেন একটি টি-টোয়েন্টি। তবে দলে জায়গা পাকাপোক্ত করতে প্রয়োজন আরো বিশেষ কিছু। টপ, মিডল অর্ডারে ব্যাটিং করা এ ক্রিকেটার গত বিপিএলে অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়েন। এবার তাকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। নিজেকে প্রথম ম্যাচে মেলে ধরতে না পারলেও তার বিশ্বাস, ব্যাট ও বল হাতে বিপিএল রাঙাতে পারবেন।

‘যে কটি ম্যাচ খেলব, প্রতি ম্যাচেই নিজের ব্যক্তিগত লক্ষ্য থাকবে ভালো করা। যখন ব্যাটিংয়ে নামব, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যেন ব্যাট করতে পারি। দলকে ভালো কিছু যেন দিতে পারি। বোলিংয়ে ভালো করার চেষ্টা করব। ফিল্ডিং তো ভালোই করতেই হবে’- মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে বলেছেন আফিফ।

আফিফ সতীর্থ হিসেবে পাশে পেয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেডিভ ওয়ার্নারকে। মারকুটে এ ক্রিকেটারের কাছ থেকে ‘পাওয়ার প্লে ব্যাটিং’ শেখার কথা জানালেন ১৯ বছর বয়সি আফিফ।

‘ওয়ার্নার যেহেতু ওপেনার, ব্যাটিংয়ে অনেক কিছু শেখার আছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লে কীভাবে কাজে লাগায়, টপ অর্ডারে কীভাবে ইনিংস গড়ে, এই জিনিসগুলো কাছ থেকে দেখে অনেক কিছু শেখার আছে।’

এরই মধ্যে ব্যাটিং নিয়ে ওয়ার্নারের সঙ্গে টুকটাক কথা হয়েছে অফিফের। তবে আপাতত দুজনের ভাবনা শুধুই সিলেট সিক্সার্স নিয়ে। অসি ক্রিকেটারের সঙ্গ দারুণভাবে উপভোগ করছেন বলে জানালেন আফিফ।,

‘সব সময় দলের সবার সঙ্গে সম্পৃক্ত থাকছে সে, যখন অনুশীলন করছি বা হোটেলে থাকছি। অনেক মজা করছে। সবাইকে সব সময় একসঙ্গে রাখছে, যেটি দলকে খুব সাহায্য করছে।’



রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়