ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দর্শক টানতে বিপিএলে ম্যাচ শুরুর সময় পেছাল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দর্শক টানতে বিপিএলে ম্যাচ শুরুর সময় পেছাল

ক্রীড়া প্রতিবেদক : দর্শক-খরায় ভুগছে এবারের বিপিএল। বেশিরভাগ ম্যাচেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি খাঁ খাঁ করছে। মাঠে দর্শক টানতে বিপিএলে ম্যাচ শুরুর সময়ে তাই পরিবর্তন আনা হয়েছে।

বিপিএলের ষষ্ঠ আসরে দিনের প্রথম ম্যাচটি শুরু হচ্ছিল দুপুর সাড়ে ১২টায়, আর দ্বিতীয়টি বিকেল ৫টা ২০ মিনিটে।

বৃহস্পতিবার দুপুরে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার থেকে এক ঘণ্টা পিছিয়ে দুপুরের ম্যাচ শুরু হবে দেড়টায়। আর সন্ধ্যার ম্যাচ সাড়ে ছয়টায়।

তবে শুক্রবারের ম্যাচগুলো আগের সময় অনুযায়ীই শুরু হবে। প্রথম ম্যাচ দুপুর দুইটায়, পরেরটি সন্ধ্যা সাতটায়।

ম্যাচ শুরুর সময় পেছানো নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস বলেছেন, ‘দর্শকদের যেন মাঠে আসতে সুবিধা হয়, সে জন্যই খেলা শুরুর সময় একটু পেছানো হয়েছে। ওই সময়ে আসলে কারো পক্ষে মাঠে আসা সম্ভব নয়। এছাড়া স্কুল-কলেজ থাকে। যার কারণে যারা খেলা পছন্দ করে তারাও মাঠে আসতে পারছে না। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ম্যাচগুলো এক ঘন্টা করে পিছিয়ে দেওয়ার। আশা করি, এই সিদ্ধান্তের ফলে মাঠে দর্শক আসবে।’



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়