ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেক্সিকোতে কবর থেকে ২০ মৃতদেহ উদ্ধার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেক্সিকোতে কবর থেকে ২০ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী নুইভো লারেদো শহরের কাছে ২০টি মৃতদেহ উদ্ধার করেছে মেক্সিকো কর্তৃপক্ষ। বুধবার এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির  একজন নিরাপত্তা কর্মকর্তা।

এক বিবৃতিতে ওই কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণের রাজ্য টামাউলিপাসের মিগুয়েল আলেমান এলাকায় উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে ১৭টি অগ্নিদগ্ধ ছিল।  মৃতদেহগুলোর পাশে পাঁচটি অগ্নিদগ্ধ গাড়িও ছিল। মৃতদেহগুলোর পরিচয় বা কীভাবে এ ঘটনা ঘটেছে এ ব্যাপারে বিস্তারিত কোনো  তথ্য ওই কর্মকর্তা জানিয়েছেন।

মেক্সিকোর টামাউলিপাস রাজ্যটি সবচেয়ে সহিংসতা কবলিত রাজ্য। এখানে গ্যাঙগুলোর মধ্যে মাদকপাচার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে লড়াই ও  অভিবাসীদের ওপর নিপীড়নের ঘটনা ঘটে।

সাম্প্রতিক বছরগুলোতে এই রাজ্যে অনেক অজ্ঞাত কবরের সন্ধান পাওয়া গেছে যেগুলোতে চাপা দিয়ে রাখা হয়েছিল হত্যার শিকার শতাধিক মৃতদেহ।



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়