ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাটমোহরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাটমোহরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ভাদ্রা বাইপাস থেকে থানা মোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ পাবনা থেকে চাটমোহর শহরের প্রবেশমুখে সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন এই তিন কিলোমিটার সড়ক ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে বেহাল দশা হয়েছে। প্রায়শ দুর্ঘটনা ঘটছে। প্রতিবছর বর্ষা মৌসুমে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বর্তমানে সড়কটি একেবারে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। যেন দেখার কেউ নেই। অবিলম্বে তারা রাস্তা সংস্কারের দাবি জানান।

এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মধু, জাসদ নেতা সুজাউদ্দিন বিশ্বাস, স্থানীয় বাসিন্দা আবদুস সালাম সানু, আবদুল মতিন প্রমুখ।



রাইজিংবিডি/পাবনা/১২ জানুয়ারি ২০১৯/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়