ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বায়তুল মোকাররমে কবি আল মাহমুদের জানাজা সম্পন্ন

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ১৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বায়তুল মোকাররমে কবি আল মাহমুদের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কবি আল মাহমুদের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে শিল্পী মোস্তফা জামান আব্বাসী, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে কবির মরদেহ নেওয়া হবে নিজ গ্রাম ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইলে।

এর আগে দুপুর  সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এমাজ উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, কবি আবদুল হাই শিকদার, শহিদুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও কবির পরিবারের সদস্যরা।

এসময় কবি আল মাহমুদের পুত্র মীর মোহাম্মদ মনির বলেন, ৯ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে উনি হাসপাতালে ভর্তি হয়ে গত শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে ইন্তেকাল করেন। উনার ইচ্ছা ছিল শুক্রবারে মৃত্যবরণ করবেন। আল্লাহ উনার ইচ্ছা পূরণ করেছেন। অজান্তে কোনো ভুল করে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা দোয়া করবেন, যেন তার বেহেশত নসিব হয়।

কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ।

লোক লোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৬৬) ইত্যাদি আল মাহমুদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। সাহিত্যে অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মান একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি (অগ্রণী ব্যাংক) পুরস্কার, ফররুখ স্মৃতি পুরস্কার, জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এই কবি।




রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৯/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়