ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নজরুল ইসলামকে প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’ নিয়োগ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ১৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নজরুল ইসলামকে প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’ নিয়োগ

সচিবালয় প্রতিবেদক : অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত তথ্য ক্যাডারের কর্মকর্তা মো. নজরুল ইসলামকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (বক্তব্য লেখক) নিয়োগ দেওয়া হয়েছে।

পিআরএল বাতিল করে নজরুলকে চুক্তিভিত্তিতে এই নিয়োগ দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

এ নিয়োগের মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রী যতদিন তাকে এ পদে রাখতে চান ততদিন।

সরকারের গত মেয়াদে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব ছিলেন নজরুল ইসলাম। পরে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নজরুলকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

পরে ওই বছরের ১৮ অক্টোবর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নিয়োগ পান নজরুল ইসলাম। পরে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাকে সচিব পদমর্যাদাও দেয়া হয়। গত ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যান নজরুল ইসলাম।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৯/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়