ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

স্বজনরা লাশ বুঝে নিচ্ছেন

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ২১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বজনরা লাশ বুঝে নিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পুরান ঢাকার চকবাজারে আগুনে নিহতদের লাশ হস্তান্তর শুরু হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নূরে আলমের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের মাধমে এ কার্যক্রম শুরু হয়। অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজা লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু করেন।

পুরান ঢাকার চকবাজারে বুধবার রাতে চার তলা একটি বাড়িসহ কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, চুড়িহাট্টা মসজিদের পাশে প্রয়াত ওয়াহিদ চেয়ারম্যানের চার তলা ভবনে প্রথমে আগুন লাগে। তারপর তা পাশের রাজমনি রেস্তোরাঁ এবং সরু রাস্তার উল্টো দিকের তিনটি ভবনে ছড়ায়। যে ভবনে প্রথম আগুন লাগে, তার নিচতলায় দোকান রয়েছে, দোতলায় রয়েছে বিভিন্ন প্রসাধন-প্লাস্টিক সামগ্রীর গুদাম। উপরের দুটি তলায় রয়েছে বাসা।

স্থানীয়রা জানান, আগুন যেভাবেই লাগুক, দোতলার গুদামে দাহ্য পদার্থ থাকায় রাস্তার দুই দিকের ভবনে তা ছড়িয়েছে।

সরু ওই সড়কে ভবনগুলো ঘেঁষাঘেষি করে তৈরি করায় আগুন নেভানোর কাজ করতে বেগ পোহাতে হয় অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীদের। পাশাপাশি ওই এলাকার দোকান ও গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৯/নূর/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়