ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘অভিবাসী, কৃষি ও গার্মেন্টসের ওপর দাঁড়িয়ে অর্থনীতি’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অভিবাসী, কৃষি ও গার্মেন্টসের ওপর দাঁড়িয়ে অর্থনীতি’

নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনীতি অভিবাসী শ্রমিক, কৃষি ও গার্মেন্টস এ তিন খুঁটির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার।  এই তিনটি জায়গা থেকে প্রধানত আমাদের আয়ের বিষয়টি নিশ্চিত হয় বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে কর্মজীবী নারী আয়োজিত ‘সেফ অ্যান্ড ফেয়ার মাইগ্রেশন ফর্ম দা পার্সপেক্টিভ অব ওম্যান মাইগ্রেন্ট গার্মেন্টস ওয়ার্কার্স’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পুরুষ এবং নারী কিন্তু আলাদা বিষয়।  আমরা প্রকৃতিগতভাবেই আলাদা।  সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করে, নারীর প্রতি দৃষ্টিভঙ্গিতে বৈষম্য কাজ করে।  সে কারণে আমরা দেখছি সারা বিশ্বে যৌন নির্যাতন, হয়রানি বেড়েই চলেছে।  তবুও সমস্ত জায়গায় দেখছি নারীরা পুরুষদের পাশাপাশি সমান হয়ে গেছে।  কোথাও কোথাও তাদের চেয়ে বেশি সংখ্যাও হয়ে গেছে। ’

শিরিন আক্তার বলেন, ‘আমাদের নারীদেরকে বাইরে পাঠাচ্ছি। সেই দেশ কীভাবে নারী শ্রমিককে দেখে, যাদেরকে বাইরে থেকে নিয়ে যাচ্ছে তাদের প্রতি তাদের আচরণটা কী, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। মনে রাখতে হবে, যে দেশে যাচ্ছি সেই দেশের আচরণ যদি আমি না জানি এবং সেখানে যদি আমার দেশের মতো আচরণ চাই সেটা কিন্তু হবে না।’

প্রবাসী নারী শ্রমিকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে তিন বলেন, ‘আমাদের নারী কর্মীরা বাইরে ঠিকভাবে যাচ্ছে কি না, সেটা দেখার জন্য এয়ারপোর্ট পর্যন্ত হলেও তাকে নজরদারি করতে হবে।  বিদেশে যেখানে যাচ্ছে সেখানে আমাদের যে দূতাবাস আছে তার মাধ্যমে আমাদের শ্রমিকদের কী হবে, সেটা জানার একটা ব্যবস্থা রাখতে হবে। সেই শ্রমিককে বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সরকারের, আমাদের রাষ্ট্রের।’

আলোচনা সভায় কর্মজীবী নারীর ডিরেক্টর রাহেলা রাব্বানী ও ভাইস প্রেসিডেন্ট উম্মে হাসান ঝলমল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/ইয়ামিন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়