ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রোববার মঞ্চে ‘পুত্র’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোববার মঞ্চে ‘পুত্র’

‘পুত্র’ নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক: দেশের পুরোনো ও ঐতিহ্যবাহী নাটকের দলগুলোর মধ্যে ঢাকা থিয়েটার অন্যতম। দলটির ৪৭তম প্রযোজনা ‘পুত্র’। আগামী ৫ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটির ৬ষ্ঠ প্রদর্শনী।

নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা নাটক থেকেই ‘পুত্র’ নাটকের নির্দেশনা দিয়েছেন মঞ্চ কুসুম শিমূল ইউসুফ। আত্মঘাতী পুত্র মানিকের মৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির গল্প। এ প্রসঙ্গে নির্দেশক জানান, আত্মঘাতী পুত্র মানিকের মৃত্যুকে কেন্দ্র করে পিতা সিরাজ মাইট্টাল ও মাতা আবছার কষ্ট, আহাজারি, বিষাদ, বিরোধ এই আখ্যানে এক জটিল সমীকরণের সৃষ্টি করে। সেলিম আল দীনের সৃষ্টিশীল লেখনীর শক্তি ও নূতন নাট্যভাষার চমৎকারিত্বে চিরচেনা মানব জীবন হয়ে ওঠে পরাবাস্তব এক অদেখা জীবন। পুত্র বিয়োগের অব্যহতিতে জটিল এক মনস্তাত্ত্বিক টানাপোড়নে আখ্যানের চরিত্রগুলো আধুনিক কবিতার আদলে মঞ্চে নির্মিত হতে থাকে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এশা ইউসুফ, সামিউন জাহান দোলা, আসাদুজ্জামান আমান, মিলু চৌধুরীসহ অনেকে। এর কোরিওগ্রাফি করেছেন এশা ইউসুফ, আলোক পরিকল্পনায় নাসিরুল হক, যন্ত্রসংগীত পরিকল্পনায় সৌজন্য অধিকারী। নাটকটির শিল্প নির্দেশনা দিয়েছেন প্রখ্যাত শিল্পী ঢালী আল মামুন।

গত বছর প্রতিষ্ঠার ৪৫ বছর পার করে ঢাকা থিয়েটার। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঞ্চে নিয়ে আসে ‘পুত্র’ নাটকটি। গত বছরের ২১ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।




রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়