ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘নড়বড়ে সেতু তাড়াতাড়ি মেরামত করুন’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ২৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নড়বড়ে সেতু তাড়াতাড়ি মেরামত করুন’

নিজস্ব প্রতিবেদক : নড়বড়ে ও পুরনো সেতুগুলো দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগেকে এ নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এই তথ্য সাংবাদিকদের জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ট্রেন দুর্ঘটনা ঘটলো। দুর্ঘটনার পর পর কাজ শুরু করলেন রেলমন্ত্রী। এ জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন-সার্ভে করেন সব সেতুর বিষয়ে। দ্রুত নেমে পড়েন। যেগুলো নড়বড়ে, পুরানো সেগুলোর বিষয়ে তাড়াতাড়ি ব্যবস্থা নেন। বর্ষার আগেই যা মেরামত করার, করেন।’


রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৯/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়