ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্র ও গণমাধ্যম রক্ষার জন্য’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্র ও গণমাধ্যম রক্ষার জন্য’

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্র ও গণমাধ্যম রক্ষার জন্য। এ আইন সাংবাদিকদের অধিকার ক্ষুণ্ন করবে না।’

বুধবার বিকেলে রাজধানীর গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দৈনিক বাংলার ডাক পত্রিকার দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘দেশে গণতন্ত্র, শান্তি ও সুশাসন বজায় রাখা আর জঙ্গিবাদ ও সাইবার অপরাধ  দমনের জন্যই আধুনিক ডিজিটাল নিরাপত্তা আইন। এ আইন অপরাধ দমনের জন্য, গণমাধ্যমকে সংকুচিত করার জন্য নয়।'

বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা-বিএনপি চক্র বারবার গণতন্ত্র আর সুশাসনের বিরুদ্ধে জঙ্গি-নাশকতার পথ বেছে নিয়েছে, এখনো তারা সেই পথেই মাথাচাড়া দিয়ে উঠতে চায়। এ কারণেই রাজনীতি থেকে এদের দূরেই রাখতে হবে। যারা গণতন্ত্র ও সংবিধান মানে না, মানুষের ওপর আগুনযুদ্ধ চাপায়, রাজনীতিতে তাদের ঠাঁই নেই। ২০১৮ সালের নির্বাচনের পর দেশকে যদি শান্তি, উন্নয়ন, সুশাসনের ধারায় রাখতে হয়, তবে জঙ্গি-রাজাকারের সরকার আসতে দেওয়া যাবে না।’

বাংলার ডাকের প্রকাশক ও সম্পাদক মো. মনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা এম এ ফারুক প্রিন্স ও জহির উদ্দিন মাহমুদ লিপটন, জাতীয় যুবজোট সভাপতি রোকনুজ্জামান রোকন, বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান মাসুদ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৮/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়