ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় দিন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় দিন

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচের তৃতীয় দিনেও বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। এর আগে দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের এই ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল বুধবার সকাল ৯টায়।

কিন্তু সকাল থেকেই কক্সবাজারে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে তো নয়-ই, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও খেলা শুরু করা যায়নি। দুপুর ২টার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।



প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে আলোকস্বল্পতায় আগেভাগেই খেলা শেষ হওয়ার আগে ৮৭ ওভারে ৯ উইকেটে ২৮২ রান করে চট্টগ্রাম। মোহাম্মদ সাইফউদ্দিন ২০ ও জুবায়ের হোসেন ৪ রানে অপরাজিত আছেন। প্রথম দিনে সেঞ্চুরি করেন সাদিকুর রহমান (১০৬), ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ৮৪ রান।




রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/পরাগ/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়