ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রুম্যান-গিবসকে ছাড়িয়ে ব্রেট লিকে ছুঁলেন লায়ন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রুম্যান-গিবসকে ছাড়িয়ে ব্রেট লিকে ছুঁলেন লায়ন

ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে ফ্রেড ট্রুম্যানকে ছাড়িয়ে গিয়েছিলেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ান এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন ল্যান্স গিবস আর মরনে মরকেলকেও।

পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টে ৪ উইকেট নিয়ে টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ট্রুম্যান, গিবস ও মরকেলকে ছাড়িয়ে গেছেন লায়ন। প্রথম ইনিংসে ১১৪ রানে ২ উইকেটের পর বুধবার দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে ২ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার ৩০ বছর বয়সি অফ স্পিনার।

৬৭ টেস্টে ৩০৭ উইকেট নিয়েছিলেন সাবেক ইংলিশ পেসার ট্রুম্যান। সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান অফ স্পিনার গিবস ৩০৯ উইকেট নিয়েছিলেন ৭৯ ম্যাচে। সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার মরকেলের উইকেটও ৩০৯টি, ৮৬ ম্যাচে।

আর ৭৯ ম্যাচে লায়নের উইকেট হলো ৩১০টি। তিনি ছুঁলেন স্বদেশী ব্রেট লিকে। সাবেক পেসার লি ৩১০ উইকেট নিয়েছিলেন ৭৬ টেস্টে।

টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে এই দুজনের চেয়ে বেশি উইকেট আছে আর কেবল চারজনের- মিচেল জনসন (৩১৩ উইকেট), ডেনিশ লিলি (৩৫৫ উইকেট), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩ উইকেট), শেন ওয়ার্ন (৭০৮ উইকেট)।



রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়