ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শুরু সোমবার

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ১৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শুরু সোমবার

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগে সোমবার থেকে শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা। দেশের চারটি ভেন্যুতে মোট আটটি দল খেলতে নামবে।

প্রথম স্তরের ম্যাচে বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী বিভাগ ও বরিশাল বিভাগ। প্রথম স্তরের অপর ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর বিভাগের প্রতিপক্ষ স্বাগতিক খুলনা বিভাগ।

তৃতীয় রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে খেলবে ঢাকা মেট্রো। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তজর্জাতিক স্টেডিয়ামে ঢাকা বিভাগের প্রতিপক্ষ সিলেট বিভাগ।

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের দুটি ম্যাচে ফল আসলেও দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচই শেষ হয়েছে অমীমাংসিতভাবে।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বৃষ্টিতে শেষপর্যন্ত ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলেও শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের ম্যাচে সেঞ্চুরি এসেছে মোট ৪টি। এর মধ্যে ঝড়ো ব্যাটিংয়ে একটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন রংপুরের ব্যাটসম্যান লিটন দাস।

ফতুল্লায় দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় স্তরের ড্রয়ের ম্যাচে ব্যাট হাতে ১৮৯ রানের ইনিংস খেলেছিলেন ঢাকা মেট্রোর ওপেনার সাদমান ইসলাম। বল হাতেও দাপট দেখিয়েছিলেন মেট্রোর বোলার আরাফাত সানী। প্রথম ইনিংসে ঢাকা বিভাগের বিপক্ষে ৫৭ রানের খরচায় ৭ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম স্তরের অপর ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে খেলতে নেমে সেঞ্চুরি দেখা পেয়েছিলেন জিয়াউর রহমান।

দুই রাউন্ড শেষে প্রথম স্তুরের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ। কোনো জয় না পেলেও দুই ড্রয়ে নেট রানরেটে এগিয়ে ৯.৪৮ পয়েন্টে শীর্ষে রয়েছে দলটি। এই স্তরে দুই ড্রয়ে ৬.৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। সমান ম্যাচে ৬.১১ পয়েন্টে বরিশাল তৃতীয় ও ৪.৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রংপুর বিভাগ।

এদিকে দ্বিতীয় স্তরে দুই রাউন্ড শেষে এক জয় ও এক ড্রয়ে ১৪.৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ঢাকা মেট্রো। সমান সংখ্যাক জয় ও ড্রয়ে নেট রানরেটে পিছিয়ে ১১.৫ পয়েন্টে দ্বিতীয় স্থানে ঢাকা বিভাগ। এক হার ও একটিতে ড্রয়ে দ্বিতীয় স্তরের টেবিলে তৃতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ। এই স্তরে তালিকার তলানীতে থাকা সিলেট বিভাগের ১ হার ও ১ ড্রয়ে ২.২৫ পয়েন্ট রয়েছে

টানা অষ্টমবারের মতো দেশের সবথেকে বড় ঘরোয়া ক্রিকেট আসর জাতীয় ক্রিকেট লিগের স্পন্সর হিসেবে আছে ওয়ালটন গ্রুপ।



রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়