ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তৃতীয় দিনেও খেলা হলো না বরিশালে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ৩১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৃতীয় দিনেও খেলা হলো না বরিশালে

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে বরিশাল ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচের তৃতীয় দিন অনুসরণ করল আগের দুই দিনকে। বরিশালে ভেজা মাঠ খেলার উপযোগী না হওয়ায় ভেস্তে গেছে তৃতীয় দিনের খেলাও।

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে প্রথম স্তরের এই ম্যাচে প্রথম তিন দিনে একটি বলও খেলা হয়নি। হয়নি টসও। আজ দুপুর পৌনে তিনটায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

এই মাঠে চতুর্থ রাউন্ডেও বরিশাল ও রাজশাহীর ম্যাচে বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দুই দিনে একটি বল মাঠে গড়ায়নি। শেষ দুই দিনে ব্যাট-বলের লড়াই হলেও ম্যাচ ড্র হয়েছিল।

প্রথম চার রাউন্ডে তিনটি ড্র ও একটি হারে ১১.১১ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের পয়েন্ট টেবিলে চার দলের মধ্যে তিনে আছে বরিশাল। সমান পরিসংখ্যানে ১১.০৪ পয়েন্ট নিয়ে চারে আছে খুলনা।




রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়