ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খেলার ধরন পরিবর্তনের পক্ষে নন কোচ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খেলার ধরন পরিবর্তনের পক্ষে নন কোচ

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে : সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট শুরু শনিবার থেকে।

ঘরের মাঠে বরাবরই বাংলাদেশ দুর্দান্ত, অসাধারণ। সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরের পাশাপাশি সাদা পোশাকেও ধারাবাহিক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। নিজেদের শক্তি ও সামর্থ্যের পূর্ণ প্রয়োগ করেই সাফল্য পাচ্ছে দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে ঘরের মাঠে নাস্তানাবুদ করেছে বাংলাদেশ। স্পিন ফাঁদ তৈরি করে তাতে সফরকারীদের ডুবিয়েছে স্বাগতিকরা। নিজেদের খেলার এ ধরন পরিবর্তনের পক্ষে নন কোচ স্টিভ রোডস।

‘‘বাংলাদেশের এখন নিজস্ব খেলার ধরন আছে। নিজস্ব স্ট্যাইল আছে। আমি তা পরিবর্তন করতে আসিনি। আমার কাজ ভিন্ন। যেসব জায়গায় উন্নতি দরকার সেসব জায়গায় আমরা উন্নতি করব। যেসব জায়গায় আমরা ভালো করছি তা পরিবর্তনের কোনো সুযোগ নেই। যেসব জায়গায় ভালো করছি সেটা আরো ভালো কি করে হয় সেটা নিয়ে বড়জোর কাজ করব।’’

‘‘আমরা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে স্পিন কন্ডিশনে বধ করেছি। কি জন্য আমরা খেলছি? জয়ের জন্য? জয় তো পাচ্ছি! অস্ট্রেলিয়ার পাশাপাশি ইংল্যান্ডকেও হারিয়েছি। কিভাবে হচ্ছে সেটা জরুরি না, জয় পাচ্ছি সেটা মুখ্য বিষয়।’’

ফল নিজেদের পক্ষে এসেছে ঠিকই কিন্তু দেশের বাইরে উল্টো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে দল। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারেননি। অচেনা কন্ডিশনে নুন্যতম লড়াই করতে পারেনি টাইগাররা। ব্যাটিং-বোলিং দুই বিভাগই ফ্লপ। দেশের বাইরে কিভাবে উন্নতি করবে দল? কোচ জানালেন, খেলার ধরণ না পাল্টে ভালো টেস্ট দল হিসেবে গড়ে উঠা সম্ভব বাংলাদেশের। 

‘‘ভালো টেস্ট দল হতে হলে আমাদেরকে আরও কাজ করতে হবে। বাংলাদেশে কিভাবে খেলতে হবে সেই উপায় আমরা আয়ত্ব করেছি। এখানে আমরা সেরা। কিন্তু বাংলাদেশের বাইরে কিভাবে খেলতে হবে সেটা জানতে হবে। ওই ধরণের উইকেটে কিভাবে খেলতে হবে তা শিখতে হবে। আমাদেরকে ভালোমানের বোলার প্রস্তুত করতে হবে। বিশেষ করে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কন্ডিশনে বোলিং করতে পারে এমন বোলার খুঁজতে হবে। আমি জানি আমাদের কোথায় উন্নতি করতে হবে। আমরা সেই মোতাবেক কাজও করছি।’’

‘‘আমরা জানি আমাদের হয়ে মুমিনুল সেঞ্চুরি করতে পারে। তিন টেস্ট আগে মুমিনুল জোড়া সেঞ্চুরি করেছে। পাশাপাশি কারা রান পাবে সেটাও আমরা জানি। আমাদের স্পিনাররা দারুণ। যেকোনো ব্যাটিং অর্ডার গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে তারা। সেজন্য বলছি, আমাদের ভালোমানের পেসার লাগবে যারা যেকোনো উইকেট বাউন্স দিতে পারবে, গতিতে বোলিং করতে পারবে। সেটা হলে সবকিছু আমাদের পক্ষেই আসবে।’’



রাইজিংবিডি/সিলেট/১ নভেম্বর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়