ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দেশে ফিরেছে সাফ জয়ী কিশোররা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৪ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ফিরেছে সাফ জয়ী কিশোররা

ক্রীড়া প্রতিবেদক : নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন বাংলাদেশের কিশোররা দেশে ফিরেছে। আজ রোববার বিকেলে তারা ঢাকায় পৌঁছেছে। বিমানবন্দরে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাদের মিষ্টিমুখ করানো হয়।

বিমানবন্দরে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ মালদ্বীপকে হারায় ৯-০ ব্যবধানে। এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে  গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে।  সেমিফাইনালে শক্তিশালী ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় লাল-সবুজের জার্সিধারীরা। আর ফাইনালে শনিবার পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয়।

 



চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও পেয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নিহাত জামান উচ্ছ্বাস। মালদ্বীপের বিপক্ষে একাই ৪ গোল করেছিলেন উচ্ছ্বাস।

এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে ভারতকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার অবশ্য সাফ অনূর্ধ্ব-১৬ নামে হয়েছিল এই টুর্নামেন্টটি। এরপর ২০১৭ সালে দ্বিতীয় আসরে নেপালের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এক বছর পর আবারো শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের কিশোররা।



রাইজিংবিডি/ঢাকা/৪ নভেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়