ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীরা জয়ী

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীরা জয়ী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ডুটা) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীলদল সব পদে জয়লাভ করেছে। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদাদল ও বাম সমর্থিত গোলাপী দল থেকে কোনো প্রার্থী জয়লাভ করেননি।

 

নির্বাচনে সভাপতি পদে নীলদলের অধ্যাপক এএসএম মাকসুদ কামাল ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৭৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলভুক্ত অধ্যাপক রহমত উল্ল্যাহ। নির্বাচনে মোট ১৫০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৬টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

 

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে নির্বাচন চলে দুপুর ২টা পর্যন্ত। বিকেল ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী।

 

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মো. আব্দুস ছামাদ, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া, সদস্য পদে- অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক মো. ইমদাদুল হক, অধ্যাপক মাহবুবা নাসরীন, অধ্যাপক মো. নিজামুল হক ভুঁইয়া, অধ্যাপক মো. বায়তুল্লাহ কাদেরী, অধ্যাপক এস এম আব্দুর রহমান, অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, অধ্যাপক মো. আফতাব আলী শেখ, অধ্যাপক বিমান চন্দ্র বড়ুয়া এবং সহযোগী অধ্যাপক লাফিফা জামাল।

 

নির্বাচনে সাদাদলের পক্ষ থেকে সভাপতি পদে প্রার্থী ছিলেন অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি পদে অধ্যাপক লায়লা নূর ইসলাম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মো. মোর্শেদ হোসেন খান, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মো. লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক গোলাম রাব্বানী। এছাড়া সদস্য পদে প্রার্থী ছিলেন- অধ্যাপক ইয়ারুল কবীর, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক মো. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক মো. আখতার হোসেন খান, অধ্যাপক মো. আব্দুল করিম, অধ্যাপক মো. আসলাম হোসেন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক হোসনে আরা বেগম।

 

গোলাপী দলে সভাপতি পদে প্রার্থী ছিলেন অধ্যাপক এমএম আকাশ, সহ-সভাপতি পদে অধ্যাপক নেহাল করিম, সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক সুমন কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য পদে- অধ্যাপক ফকরুল আলম, অধ্যাপক শফিক উজ জামান, অধ্যাপক এম আকতারুজ্জামান, অধ্যাপক এ কে এম সালাউদ্দিন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৬/ইয়ামিন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়