ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বর্ষসেরার পুরস্কার বুঝে পেলেন মুস্তাফিজ

জহুরুল ইসলাম জহির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর্ষসেরার পুরস্কার বুঝে পেলেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক : ইএসপিএন-ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। এবার সেই পুরস্কার বুঝে পেয়েছেন টাইগার কাটার মাস্টার।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার হাতে পুরস্কার তুলে দেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম। এর আগে শুক্রবার কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানকে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো ২০১৬ সালের বর্ষসেরা টি-টোয়েন্টির বোলার নির্বাচিত করে।

মূলত ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের বিপক্ষে মাত্র ২২ রান খরচায় মুস্তাফিজ পেয়েছিলেন ৫ উইকেট। ওই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সটাই তাকে এনে দিয়েছে এই ওয়েবসাইটটির বর্ষসেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার।

এই পুরস্কারের দৌড়ে মুস্তাফিজ পেছনে ফেলেন পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার কুশান রাজিথা, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, মিচেল ম্যাক্লেনাঘান, ভারতের রবীচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার জেমস ফকনার, ইংল্যান্ডের ক্রিস জর্ডান, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও পাকিস্তানের ইমাদ ওয়াসিম।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৭/জহুরুল ইসলাম জহির/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়