ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জঙ্গিবাদ ছড়াচ্ছে ষড়যন্ত্রকারীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গিবাদ ছড়াচ্ছে ষড়যন্ত্রকারীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যারা ইসলামকে ভালবাসে, তারা জঙ্গিবাদ ছড়াচ্ছে না। জঙ্গিবাদ ছড়াচ্ছে ষড়যন্ত্রকারীরা।

বুধবার দুপুরে  রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত উদার মনের। এখানে জঙ্গিবাদের কোনো স্থান হবে না।  আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের গতিরোধ করতে এই জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে। বাংলাদেশের উন্নয়ন দেখে সারা বিশ্ব অবাক হচ্ছে।’

তিনি বলেন, ‘জনতার শক্তিতে বলীয়ান হয়ে আজকে আমরা জঙ্গিদের কন্ট্রোল করতে পেরেছি।  আর এটা সম্ভব হয়েছে সবার সহযোগিতায়। বিশ্বের বিভিন্ন দেশ যেখান জঙ্গি দমনে হিমশিম খাচ্ছে, সেখানে আমরা জঙ্গি দমনে সফল হয়েছে।’

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত নারী আসনের এমপি বেগম আক্তার জাহান, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, শোলাকিয়া ঈদগাহের ঈমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, ঢাকার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবসুনন্দ মহারাজ, রাজশাহীর চার্চের ফাদার জেভার্স রোজারিও এবং কুমিল্লার শালবন বিহারের অধ্যক্ষ শীলভদ্র মাহাথেরো বক্তব্য দেন।

এ ছাড়া  রাজশাহী-২ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, বিজিবির ১ এর অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেণী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।  সভায় আরএমপির কমিশনার শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/৮ মার্চ ২০১৭/তানজিমুল হক/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়