ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৪, ১০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিয়ে বাংলাদেশি ৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌ-বাহিনী।

বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের বাংলাদেশ-মিয়ানমার জলসীমার দক্ষিণ মৌলভীর শিল পয়েন্টে এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন আব্দুর রশিদ মাঝি (৩৮), সৈয়দ করিম (৪২), নূর হাসান (২৭), মোহাম্মদ উল্লাহ (৫৫), জামাল হোসেন (৪০), দিল মোহাম্মদ (৩৬), সাদেক (৩৫) ও জাকের (৫৫)। এরা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পালিয়ে আসা জেলেদের বরাত দিয়ে ডুবিয়ে দেওয়া ট্রলারের মালিক আবু হোসেন বলেন, ‘সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌ-বাহিনীর সদস্যরা এসে ধাওয়া করে। এ সময় কয়েকটি ট্রলারের জেলেরা পালিয়ে আসলেও আমার ট্রলারটি ধাক্কা দিয়ে তারা ডুবিয়ে দেয়। এ সময় ট্রলারে থাকা আট জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী।’

টেকনাফ বিজিবি-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, বঙ্গোপসাগরের মিয়ানমার জলসীমায় গিয়ে মাছ শিকারের কারণে জেলেদের ধরে নিয়ে গেছে সেদেশের নৌবাহিনী। সকালে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা আট জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। তারা জেলেদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।



রাইজিংবিডি/কক্সবাজার/১০ মার্চ ২০১৭/সুজাউদ্দিন রুবেল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়