ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশের 'ডু অর ডাই’ ম্যাচ আজ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৯, ১৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের 'ডু অর ডাই’ ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। ডাবলিনের মালাহাইডে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় পৌনে চারটায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা ও বিটিভি।

‘ডু অর ডাই’ ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে হলে আয়ারল্যান্ডকে হারাতেই হবে মাশরাফির দলকে। বৃষ্টিতে দুই দলের প্রথম ম্যাচ ভেসে যায়। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় পয়েন্ট হারায় বাংলাদেশ। আজ জিতলে আয়াল্যান্ডের থেকে এগিয়ে যাবে। পাশাপাশি ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হতে হলে নিউজিল্যান্ডকে পরের ম্যাচে হারাতেও হবে বাংলাদেশকে। অন্যদিকে নিউজিল্যান্ডকেও শেষ দুই ম্যাচে হারতে হবে।

আপাতত বাংলাদেশ দলের সব চিন্তা আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ঘিরে। আয়ারল্যান্ডকে হারাতে দৃঢ়প্রত্যয়ী টাইগাররা। দুই দলের সবশেষ মুখোমুখিতে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছিল আইরিশরা। সবুজ ঘাসের উইকেটে বাংলাদেশ শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। পরবর্তীতে অবশ্য তামিম ও মাহমুদউল্লাহর কল্যাণে বিপদমুক্ত হয় মাশরাফির দল। আজ জয় পেতে হলে সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি দলের সবাইকে একসঙ্গে জ্বলে উঠতে হবে।

 



নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় হারলেও প্রাপ্তির অনেক কিছুই ছিল। মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের বোলিং ছিল আশা জাগানিয়া। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে দারুণ ছন্দে ছিলেন রুবেল। আর মুস্তাফিজুর রহমান দ্যূতি ছড়িয়েছেন আগের মতই। ব্যাটিংয়ে সৌম্য, মাহমুদউল্লাহ রিয়াদের রানে ফেরা বাংলাদেশ শিবিরে ফিরিয়ে এনেছে স্বস্তি।

ত্রিদেশীয় সিরিজের সিরিজে টিকে থাকার ‘মহাগুরুত্বপূর্ণ’ ম্যাচে জয়ের আশায় মাঠে নামবে মাশরাফির দল। মাশরাফিদের সামনে জয়ের বিকল্প কোনো রাস্তাও নেই। বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলছে অতীত পরিসংখ্যান। দুই দলের আট মুখোমুখিতে পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ। আজও জয় পায় কিনা সেটাই দেখার।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়