ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাফারি পার্কে আরেকটি জিরাফের জন্ম

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাফারি পার্কে আরেকটি জিরাফের জন্ম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরেকটি জিরাফের বাচ্চা জন্ম নিয়েছে। গত শনিবার বেলা ১১টার দিকে এর জন্ম হয়। এটি এখন সুস্থ আছে।

সাফারি পার্কের বন্য প্রাণীর তত্ত্বাবধায়ক সারোয়ার হোসেন খান সোমবার এ কথা জানান। তিনি বলেন, নতুন বাচ্চাটি পুরুষ শাবক। দুই দিনের মধ্যে মায়ের সঙ্গে ঘুরে বেড়াতে পারছে।

১৩ জুন এই সাফারি পার্কেই জিরাফের আরেকটি বাচ্চার জন্ম হয়। সেটি ছিল মেয়ে শাবক। এ দুটি নিয়ে পার্কে এখন জিরাফ পরিবারের সদস্য হলো ১০।

পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান বলেন, জন্ম নেওয়া শাবক ও তার মায়ের সুস্থতার কথা বিবেচনায় রেখে জিরাফ বেষ্টনী এলাকায় একজন ভেটেরিনারি চিকিৎসকের অধীনে সার্বক্ষণিক পরিচর্যা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

গত ১৭ মে বঙ্গবন্ধু সাফারি পার্কে দুটি জিরাফ মারা যায়। পার্ক কর্তৃপক্ষ তখন বলেছিল, এগুলো হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। জিরাফ দুটির বয়স সাত বছরের মতো ছিল। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল জিরাফ দুটি। এর আগে ২০১৬ সালের মাঝামাঝি সময়ে দুইটি জিরাফ অসুস্থ হয়ে মারা যায়।



রাইজিংবিডি/২৬ জুন ২০১৭/হাসমত/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়