ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাপ্তাই লেকে মাছ ধরা শুরু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাপ্তাই লেকে মাছ ধরা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : তিন মাস বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়েছে।

মঙ্গলবার রাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বুধবার থেকে পুরোদমে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাছের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য গত ১ মে থেকে টানা তিন মাস কাপ্তাই লেকে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। ৩১ জুলাই রাত ১২টার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর পর গভীর রাত থেকেই জেলেরা কাপ্তাই লেকে মাছ ধরা শুরু করেন।

কাপ্তাই মৎস্য উন্নয়ন করপোরেশনের বিপনন ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান জানান, নিষেধাজ্ঞার পর কাপ্তাই লেকে মৎস্য আহরণ শুরু হয়েছে। মৎস্য উন্নয়ন করপোরেশনের মাধ্যমে জেলেরা উপযুক্ত টোল পরিশোধ করে মাছ বাজারজাত শুরু করেছে। জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ ও বাজারজাতকরণে এখন ব্যস্ত ব্যবসায়ীরাও। তবে পাহাড় ধসের পর থেকে রাঙামাটি-চট্টগ্রাম রুটে ভারি যানবাহন চলাচল বন্ধ থাকায় শহরের বাইরে মাছ বাজারজাতকরণে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এ বছর কাপ্তাই লেক থেকে মাছ সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১০ হাজার মেট্রিকটন।

রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী জানান, কাপ্তাই লেকে মাছ ধরা উন্মুক্ত হলেও কয়েকটি স্থানে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। এর মধ্যে ফিশারি ঘাট, জেলা প্রশাসকের বাংলো এলাকা, নানিয়ার চরের ছয়কুড়ি বিলসহ সাতটি অভয়াশ্রমে মাছ ধরা যাবে না।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২ আগস্ট ২০১৭/রেজাউল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়