ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৯ জন নিহত

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ৭ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৯ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নয় জন নিহত ও আট জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই পরিবারের সাত জন। 

বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল লিংক রোড এলাকায় দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে মধুপুর (এলেঙ্গা) ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, দুপুরে বাসাইল লিংক রোডে ঢাকামুখী মাইক্রোবাসের সঙ্গে বঙ্গবন্ধু সেতুমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চার যাত্রী নিহত হন।

এ ঘটনায় আহত ১৩ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিন জন মারা যায়। পরে আহতদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিন জন নারী, দুটি শিশু ও চার জন পুরুষ। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সাত জন চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর থানার কাছিহারা গ্রামের মমতাজ বেগম (৫৫), হাজেরা বেগম (৫২), লক্ষ্মীপুরের মৃত আবুল কাশেমের ছেলে ট্রাক চালক ভুলু মিয়া (৩৫), রিজভী (১০), স্বপ্না (৮), সোহেল রানা (৩৫), রায়হান শুভ (২২), ওয়াসিম উদ্দিন (৫৫), ফাহমিদা আক্তার সোমা (২২)। নিহতদের মধ্যে ট্রাক চালক ভুলু ছাড়া সবাই ঢাকার বিজি প্রেস কোয়ার্টারে বসবাস করতেন।

দুর্ঘটনায় আহতরা হলেন- মনিরুজ্জামান রতন (৪০), তার ছোট ভাই সাইফুল ইসলাম পাপন (৩৫), ওমর ফারুক (৩৮), শম্পা (১৪), শাপলা বেগম (৩৫), মঞ্জু লাল মিয়া, মেহেদী ও মনসুর হেলাল।

আহত মনিরুজ্জামানের মামাত ভাই নাজমুল হাসান জানান, তার ফুফাত ভাই মনিরুজ্জামান তার পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুর বিজিপ্রেসের মোনো গ্রাফিক ওয়াসিম জামানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার কাছিহারা গ্রামে দাওয়াত খেতে গিয়েছিলেন। দুপুরে সেখান থেকে দুই পরিবারের সদস্যরা সবাই ঢাকার বিজিপ্রেস কোয়ার্টারে ফিরছিলেন।

তিনি বলেন, ‘নিহতদের মধ্যে আমার ফুফাত ভাই মনিরুজ্জামানের মা মমতাজ বেগম, তার স্ত্রী ফাহমিদা আক্তার সোমা, সোমার বাবা ওয়াসিম উদ্দিন, মা হাজেরা বেগম, ভাই রায়হান শুভ, সোমার ছেলে রিজভী, সোমার বোন স্বপ্না।’



রাইজিংবিডি/টাঙ্গাইল/৭ সেপ্টেম্বর ২০১৭/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়