ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিদেশ থেকে কাতালোনিয়া শাসন করতে পারবেন না পুজদেমন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ২৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদেশ থেকে কাতালোনিয়া শাসন করতে পারবেন না পুজদেমন

আন্তর্জাতিক ডেস্ক : কাতালোনিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হওয়া ঠেকাতে স্বাধীনতাপন্থি নেতা কার্লেস পুজদেমনের ওপর শর্ত আরোপ করেছে স্পেনের সাংবিধানিক আদালত। বেলজিয়ামে অবস্থান করা পুজদেমন ‘বিদেশ থেকে নেতৃত্ব’ দিতে পারবেন না বলে জানিয়েছে আদালত। স্পেনের কেন্দ্রীয় সরকারের আবেদনের প্রেক্ষিতে আদালত এ বিষয়ে রুল জারি করেছে।

গত বছরের অক্টোবরে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করার পর থেকে ব্রাসেলসে পালিয়ে যান পুজদেমন। তার বিরুদ্ধে স্পেনের আদালতে রাষ্ট্রদ্রোহিতা ও বিদ্রোহের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

সমর্থকরা বলছেন, ভিডিও লিংকের মতো প্রযুক্তি ব্যবহার করে পুজদেমন বেলজিয়াম থেকেও তার দায়িত্ব পালন করতে পারবেন।

তবে স্পেন সরকারের ভাষ্য হচ্ছে, কোনো ‘পলাতক’ ব্যক্তি আঞ্চলিক পার্লামেন্টের নেতৃত্ব দিতে পারে না। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সাংবিধানিক আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার।

আদালত পুজদেমনের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দিয়ে বলেছে, যতক্ষণ পর্যন্ত তিনি পার্লামেন্টে স্বশরীরে হাজির না হবেন এবং আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি না নেবেন ততক্ষণ পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে। সাংবিধানিক আদালত সর্বস্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়