ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১৬ বছরের শিক্ষার্থীরা নিতে পারবে ক্রেডিট কার্ড

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ২৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৬ বছরের শিক্ষার্থীরা নিতে পারবে ক্রেডিট কার্ড

অর্থনৈতিক প্রতিবেদক : এখন থেকে বয়স ১৬ হলে শিক্ষার্থীরা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে। এ ছাড়া যাদের বয়স ১৮ বছর এবং নির্দিষ্ট আয় আছে, তারাও এখন থেকে ক্রেডিট কার্ড নিতে পারবেন।

বাংলাদেশে ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বয়সসংক্রান্ত সংশোধনী এনে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।গত ২০ জুন এই নির্দেশনা জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগে ১৬ থেকে ১৮ বছরের যে কেউ তাদের অভিভাবকের কার্ডের বিপরীতে পাওয়া অতিরিক্ত ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারতেন। এখন ১৮ বছরের নিচে শুধু শিক্ষার্থীরা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে। এ ক্ষেত্রে ব্যাংক ক্রেডিট কার্ড দেবে তার অভিভাবককে আর অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি কার্ডটি পাবে তার সন্তানরা। তবে তাকে অবশ্যই শিক্ষার্থী হতে হবে এবং বয়স অন্তত ১৬ বছর হতে হবে।

বর্তমানে দেশে ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছে প্রায় ১০ লাখ। ডেবিট কার্ড রয়েছে প্রায় ৬০ লাখ। দেশের ৫৭ ব্যাংকের মধ্যে ৩৯টি ব্যাংক কার্ড সেবা দিচ্ছে।

প্রজ্ঞাপনটি দেখতে করুন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৮/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়